রাজশাহীর বাঘায় গাঁজা সেবন ও ওয়ান্টেভূক্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ও সোমবার পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাঘা থানার পুলিশ জানান, গাঁজা সেবন করা অবস্থায় উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত ইদ্রিশ সরকারের ছেলে রবিউল সরকার রবি ও দিয়ার কাদিরপুর গ্রামের মৃত সবের মন্ডলের ছেলে সমসের মন্ডলকে সেমাবার বেলা ২টার দিকে চাকিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাঁজা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৪ পুরিয়া গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
অপর দিকে রোববার রাতে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আলাইপুর গ্রামের মৃত কাজিম আলীর ছেলে আমানত আলী আমানকে গ্রেফতার করা হয়।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।