পীরগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দ্বন্দ্বে চাচাত ভাইয়ের হাতে জ্যাঠাত ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে বাবনপুর গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র আলম মিয়া (৫০) নিজ বাড়ির সীমানা প্রাচীর পুন: নির্মাণ করছিল। এতে আলম মিয়ার চাচাত ভাই বুলু মিয়া (৪৫) বাধা প্রদান করলে উভয়ের মধ্যে বচসা হয়। বুলু মিয়া মৃত সায়েদ আলীর পুত্র। একপর্যায়ে বুলু মিয়া ও তার দু’পুত্রসহ সীমানা প্রাচীরটি ভেঙ্গে দিলে আলম মিয়া ও তার স্ত্রী সাবানা বেগম বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বুলু মিয়া লাঠি দিয়ে তার জ্যাঠাত বড়ভাই ও ভাবীকে এলোপাতাড়ি মারডাং করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী দ্রুত স্বামী স্ত্রীকে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আলম মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।