রাজশাহীর মোহনপুরে এক মাদ্রাসার সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে মারপিট করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে সঠিক বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার চকআলম গ্রামের কামাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম হাটরা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। গত রোববার দুপুর পৌনে ১ টার সময় মাদ্রাসার ৫ শ্রেণীর খায়রুল ইসলাম নামের এক শিক্ষার্থীর হাসাহাসি করছিল। ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট নাসির উদ্দিন নিজেই শিক্ষার্থী জহুরুল ইসলামের জামার কলার ধরে মাদ্রাসার ভিতরে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকেন। ওই সময় অন্যান্য শিক্ষার্থীরা ছুটে এসে সুপারিনটেনডেন্টের হাত থেকে শিক্ষার্থী জহুরুল ইসলামকে রক্ষা করে। সহপাঠিরা আহত অবস্থায় জহুরুল ইসলামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে শিক্ষার্থী জহুরুল ইসলামকে কেন মারপিট করা হয়েছে বিষয়টি সুপারিনটেনডেন্ট নাসির উদ্দিনের কাছে জানতে গেলে তিনি মারপিটের কথা অস্বীকার করে উল্টো বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। বর্তমানে সুপারিনটেনডেন্টে ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে ওই শিক্ষার্থী।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সাথে যোগযোগ করলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।