টঙ্গী দাড়াইল পশ্চিম পাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও গার্মেন্ট কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। পরে সন্ত্রাসী বাহিনী প্রধানকে গ্রেফতার করে সোমবার জেল হাজতে প্রেরণ
করেছে পুলিশ। হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, সন্ত্রাসী খোকনের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকা- করে আসছিল। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরকারসহ ৫ জন বর্জিত মালামালের জন্য সন্ত্রাসী খোকন নিয়ন্ত্রিত এসপি বাংলা গার্মেন্টে যায়। কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে গার্মেন্ট থেকে গত রোববার রাত ৮ টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী খোকনের নেতৃত্বে আরিফ হোসেন (২৫), নাজমুল হোসেন (৩৮), আফজাল হোসেন (৩৬), খোকন মিয়া ওরফে মোল্লা খোকন (৪৫), আবু তালেবসহ (২৭) একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় খোকন ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড, দা, লাঠি ও বাঁশ নিয়ে মুক্তিযোদ্ধা ও তার সাথে থাকা লোকজনের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরকার (৬৬), মাহমুদ আলী (৫৫), ছিপাই আলী (৫৫) ও শাহ আলম (৪২) গুরুতর আহত হন। আহত সকলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরকার বাদী হয়ে ৯ জনকে এজাহার নামীয় আসামি করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি খোকনকে গ্রেফতার করে সোমবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক নজমুল হুদা জানান, মারামারির ঘটনার মামলায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।