বাগেরহাটের চিতলমারীতে মন্দিরের জায়গা রক্ষা দাবীতে মানববন্ধন করেছেন মন্দিরের ভক্তবৃন্দ ও গ্রামবাসী। রোববার বিকাল ৫ টায় উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী শ্রী শ্রী হরিসভা আশ্রম মন্দির প্রাঙ্গণে এ মানববন্ধনে সহস্রাধিক ভক্তবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেণ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ ম-ল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. শম্ভুনাথ রায়, চিতলমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, মন্দির কমিটির সভাপতি রবিন ম-ল, সাধারণ সম্পাদক লিটন সিংহসহ মন্দিরের সহস্রাধিক ভক্তবৃন্দ ও এলাকাবাসি। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মন্দিরের জায়গা রক্ষা পূর্বক ও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।