পিরোজপুরের ভান্ডারিয়ায় দু’দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার জুনিয়া গ্রুপে ৪টি বিদ্যালয় ও সিনিয়র গ্রুপে ২টি মোট ৬টি বিদ্যালয় এ মেলায় অংশগ্রহণ করেন। বিদ্যালয় গুলো হচ্ছে ভান্ডারিয়া বিহারী লাল মৈত্র মাধ্যমিক বিদ্যালয়, থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমান উল্লাহ মহাবিদ্যালয় ও মজিদা বেগম মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজ। সোমবার বিকেলে মেলার শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম, অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর ররিশদ খসরু ও বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সঞ্জিব কুমার