নীলফামারীর সৈয়দপুরে ড্রেনের পানিতে এক নবজাতকের লাশ ভেসে ওঠে। ওই নবজাতক ছেলের লাশ দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষ ভীড় করে মুন্সিপাড়া ড্রেনের পাড়ে। গত ৯ মার্চ শহরের মুন্সিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এলাকার লোকজন জানায়,কে বা কারা ওই নবজাতকের লাশ ড্রেনে ফেলে দেয়। তাদের ধারণা ওই নবজাতকের লাশটি ২দিন আগের হবে। লাশটি দেখতে এসে কোন কোন নারী মন্তব্য করেন, এ কোন ধরনের মা। যদিও সন্তানটি অন্য কোন পুরুষের ফসল হয়, তারপরও শিশুটির তো কোন অপরাধ ছিল না। কিন্তু কেন তাকে
হত্যা করা হলো। এটির তদন্ত হওয়া দরকার।