চট্টগ্রামের চন্দনাইুশ থানা পুলিশ গত রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২শত ২পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ২০২পিস ইয়াবাসহ দোহাজারী বার্মা কলোনীর বশির খানের ছেলে মো: সাকিল খান(২২)এবং সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি বৈলতলী জাফরাবাদ এলাকার মৃত দানু মিয়ার ছেলে মো: হারুন(৪৫) ও সাতবাড়িয়া এলাকার এয়াকুব আলীর ছেলে গিয়াস উদ্দিন(৩০)। চন্দনাইশ থানার কর্মকর্তা ইনচার্জ কেশব চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদেরকে মাদক মামলায় কোট হাজতে পাঠানো হয়েছে।