ভারতে তিন বছরের এক শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নিজের বাবা-মায়ের সঙ্গে ওই শিশু ৭ মার্চ (শনিবার) ইতালি থেকে দুবাই হয়ে দেশে ফেরত যায়। শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, দুবাই হয়ে দেশে ফেরার পথে কোচি বিমানবন্দরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। শিশুটির চিকিৎসা চলছে। কেরালা রাজ্যের এরনাকুলাম জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর এস সুহাস হিন্দুস্থান টাইমসকে বলেছেন, ‘ভীতি ছড়ানোর কিছু নেই। শিশুটির অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ ওই শিশুটির বাবা-মার শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কিনা তা শনাক্ত করতে তাদেরও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারা।