রাজশাহীর বাঘায় আইন সৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চোরাচালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দীন লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোকাদ্দেস, রিজিয়া আজিজ সরকার, ওসি নজরুল ইসলাম। সকল ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, শিক্ষক মন্ডলী, ডাক্তার, ইমাম, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আয়োজিত সভায় বাজার, বিভিন্ন মোড়ে যানজট নিরসন, ব্যবসা বানিজ্যের প্রচার, যখন তখন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এলাকায় মাইক বাজানো, শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় মাদক সেবনের কৌশল, স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সংকট, বাল্য বিয়ে, পার্ক এলাকায় জুটি বেধে শিক্ষার্থীদের আগমন বিষয় নিয়ে আলোচনা করা হয়।