নোয়াখালীতে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জেলা কমিটির প্রস্তুতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তন্ময় দাস’এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খাঁন সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেনারেল হাসপাতালের পরিচালক ডা. খলিল উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা’সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, জেলায় ও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।
সভায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি প্রয়োজনে কোয়ারেনটাইনসহ প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সহায়তার পদক্ষেপ গ্রহণ করবে।