মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসী রাসেল বাহিনীর হামলায় সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.আলম নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার রসুলপুর গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রসুলপুর খেয়াঘাট হয়ে গজারিয়া উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.আলম হত্যাকান্ডে জড়িত এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাসেল ও মদদদাতা আজিম গংদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।পরে প্রশাসনের আশ্বাসে প্রতিবাদ কর্মসূচি আজকের স্থগিত করে করে বিক্ষোভকারীদের মধ্যে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর সাথে সাক্ষাত করে একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত বুধবার ভোরে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর প্রামে সন্ত্রাসীরা রাসেল বাহিনীর হামলায় সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.আলমসহ ৯জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মারা যায় বি.আলম। এই ঘটনায় গজারিয়া থানায় তিনটি মামলা করা হয়েছে।