নীলফামারীর সৈয়দপুরে রাস্তা সংস্কার হওয়ায় মহল্লাবাসীর মধ্যে মিষ্টি বিতরণসহ বইছে আনন্দের বন্যা। জানা যায়, দীর্ঘ কয়েক যুগ থেকে সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড মুন্সিপাড়া শহীদ নুরুল আজিম লেন রাস্তাটি সংস্কারের অভাবে খানাখন্দে ভরা ছিলো। বর্ষাকালে ওই রাস্তায় জমে থাকতো হাটু পর্যন্ত পানি। ফলে ড্রেন ও রাস্তা পানিতে ডুবে গিয়ে একাকার হয়ে যেত। বাসা-বাড়ির ময়লা আবর্জনা রাস্তার পানিতে ভেসে এসে অনেকটা হাবুডুবু খেতে থাকে। মহল্লার হাজার হাজার মানুষ ওই পথ পাড়ি দিয়ে বাজারে যাতায়াত করে থাকে। অপরপাশে এ পথে কাদা পানি পাড়ি দিয়ে মুন্সিপাড়া নতুন মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে যায়। এলাকার লোকজনের চরম এ দুর্ভোগ থেকে রক্ষা পেতে পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহন বিষয়টি নিয়ে পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের সাথে বসেন। যার ফলে ওই রাস্তাটির বর্তমানে সংস্কার কাজ চলছে দ্রুত গতিতে। এ সংস্কার দেখে বর্তমানে মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। রাস্তা সংস্কারের সাথে ওই কাউন্সিলর ব্যক্তিগত তহবিল থেকে ভাঙ্গা ড্রেনও মেরামত করছেন। এ ব্যাপারে পৌর কাউন্সিলর শেখ মোহনের সাথে কথা হলে তিনি জানান, শেরে বাংলা সড়ক হয়ে মুন্সিপাড়া নতুন মসজিদ মোড় পর্যন্ত দীর্ঘদিন পর রাস্তাটি সংস্কার হওয়ায় মহল্লার মানুষ অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, দ্রুত সময়ে রাস্তা সংস্কার কাজ শেষ হবে। রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকার মানুষের চলাচলে আর কোন দুর্ভোগ পোহাতে হবে না। এ ব্যাপারে মহল্লার বেশ কয়েকজন বাসিন্দা জানান, আমাদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। এ জন্য পৌর মেয়র ও কাউন্সিলরকে অভিনন্দন জানান তারা।