পুলিশের ইন্সেপেক্টর জেনারেল ( আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ সামনে রেখে প্রধান মন্ত্রী ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে পুলিশ। পুলিশের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এটা অবশ্য চলমান প্রক্রিয়া এবং জনগণের সাথে পুলিশের ব্যবহার হবে মধুর এবং আন্তরিক । সেই লক্ষ্যে পর্যাক্রমে দেশের সব থানাকে নতুন করে সাজানো হচ্ছে। সাইবার ক্রাইম বিশ্ব ব্যাপী বড় সমস্যা মর্মে উল্লেখ করে তিনি বলেন, দেশে এ অপরাধ নিয়ন্ত্রনে জেলা পর্যায়ে সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে অনেক অপরাধ ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝিনাইদহের কোটচাঁদপুরে মডেল থানা ও পুলিশ ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, খুলনা রেঞ্জ ডিআইজি ড, খন্দকার মহিদ উদ্দিন. ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি ভবন উদ্বোধন শেষে নতুন একটি এ্যাম্বুলেন্স ও একটি গাড়ির চাবী তুলে দেন কোটচাদপুর থানার ওসি মাহবুবুল আলমের হাতে। এর আগে থানা চত্তরে একটি নারিকেল গাছের চারা রোপন এবং নব নির্মিত ভবন ঘুরে দেখেন তিনি।
উল্লেখ্য, ৬ কোটি ৪০লাখ টাকা ব্যয়ে কোটচাদপুর মডেল থানা ও পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়েছে। ভবনটিতে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।