ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যমুনা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
গত রোববার বিকেলে উপজেলার ঘাঘর বাজারে এ উপ-শাখার উদ্বোধন করা হয়।
যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ উপ-শাখার উদ্বোধন করেন।
যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুর্শারফ হুসাইন, কানুতোষ মজুমদার, মো: ইসমাইল হোসেন সিরাজী, কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, ব্যবসায়ী মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আতিকুর রহমান বলেন, গ্রামীন জনগোষ্ঠী যাহাতে সহজেই ব্যাংকিং লেনদেন করতে পারে সে লক্ষেই এই জনপদে যমুনা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হলো। আশা করি এ জনপদের মানুষ এই ব্যাংকের মাধ্যমে গ্রামীন অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে।