”নারী শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই ” এই স্লোগান কে সামনে রেখে ইন্দুরকানীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইন্দুরকানী প্রেসক্লাব হলরুমে রুপান্তর এনজিও এর আয়োজনে রুপান্তর সময়ন্বকারী অসিম আনন্দ দাসের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে জান্নাত ফেরদৌসি প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আলÑমুজাহিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন,উপজেলা পল্লী দারিদ্য বিমোচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন,সাংবাদিক,শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিরা। আলোচনা শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহারকে আহ্বায়ক ও মোঃ আজাদ হোসেন বাচ্চুকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট ইন্দুরকানী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্লাটফরম গঠন করা হয়।