ডুমুরিয়ার পারমাদার তলা গ্রামের অসহায় পঙ্গু বৃদ্ধের বসত ভিটার জমি শচীন মন্ডল নামে এক প্রভাবশালী কর্তৃক অবৈধভাবে অন্যের নামে রেজিষ্ট্রী দলিল মুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। আর এ বিষয়ে সহযোগীতা করেছেন স্হানীয় ভূমি সহকারি কর্মকর্তা এবং সাব- রেজিষ্ট্রী অফিসের এক দলিল লেখক। রোববার সকালে ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃদ্ধ নেছার গাজীর ছেলে কালাম গাজী লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে কালাম গাজী বলেন,১৯৭২ সালে তার পিতা অসহায় বৃদ্ধ নেসার গাজী সপরিবারে উপজেলার মাদারতলা গ্রামের মনিন্দ্র নাথ সাহার মৌজা পারমাদার তলা,এস,এ খতিয়ান ১১ দাগ নং ২৫৭ জমির পরিমান ০.০৬ শতক জমিতে ঘর বেঁধে সপরিবারে বসবাস শুরু করেন। জমির মালিক মনিন্দ্র নাথ সাহা পরবর্তিতে ওই জমি বিক্রি করতে চাইলে নেসার গাজী ১ হাজার ১ টাকা মৌখিক ভাবে জমির মালিককে দিয়ে খরিদ করে নেন। সে মোতাবেক ১৯৮৮ সালে ভূমি জরিপ শুরু হলে মনিন্দ্র নাথ সাহা নিজে উপস্থিত থেকে আর,এস ২৭ নং খতিয়ানে ৩৫৮ দাগে ০.০৬ শতক জমি নেসার গাজীর নামে মাঠ জরিপে রেকর্ড করায়ে দেন। পরবর্তিতে জমি বিক্রেতা মনিন্দ্র নাথ সাহা ২০০০ সালে পুনরায় নেসার গাজীর কাছে আরো টাকা দাবী করে। একপর্যায়ে নেসার গাজী পুনরায় বাধ্য হয়ে আরো সাড়ে ৪ হাজার টাকা মনিন্দ্র নাথকে দিয়ে ওই জমি ডুমুরিয়া সাব-রেজিষ্ট্রি অফিসে কবলা দলিল সম্পাদন মূলে খরিদ করে নেন। পরবর্তীতে ওই জমি নেসার গাজী নিজ নামে নাম পত্তন করে কর খাজনা পরিশোধ করতে থাকেন। কিন্তু আর,এস প্রিন্ট পর্চা বের হলে দেখা, যায় নেসার গাজীর নামে জমি রেকর্ড না হয়ে পূর্ব মালিক মনিন্দ্র নাথ সাহার নামে রেকর্ড হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ওই জমির আর এস রেকর্ড সংশোধন করতে নেসার গাজী খুলনা ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে মামলা দায়ের করে রায় ডিগ্রী প্রাপ্ত হয়ে নিজ নামে জমি নাম পত্তন করে তামিল করা সহ শোভনা ভূমি অফিস হতে বাংলা ১৪২৩ হতে খাজনা পরিশোধ করে দাখিলা নেন। কিন্তু চলতি বছরের ৩০ জানুয়ারী ৩৫৮ দাগের জমি হতে ০.০১৫০ শতক জমি শোভনা ইউনিয়ন ভূমি সহকারি জাহাঙ্গীর আলম ম্যানেজ হয়ে জনৈক শচীন মন্ডলের মারফত দাখিলা কেটে দেন। পরবর্তীতে শচীন মন্ডল গত ১১ ফেব্রুয়ারী একটি ভূয়া জাল দলিলের মাধ্যমে এলাকার প্রভাবশালী শংকর প্রসাদ সরদারের নামে দলিল লেখক সিরাজুল ইসলামের মাধ্যমে রেজিষ্ট্রি কবলা দলিল সম্পাদন করেছে। এ ঘটনায় ভূক্তি ভোগীরা ন্যায় বিচারের স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।