করোনার থাবা ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে করণা ভাইরাস। এবার তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে মালদ্বীপ। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, মালদ্বীপে প্রথমবারের মতো দুইজন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ব্যক্তিরা দেশটির কুরেদি আইল্যান্ড রিসোর্টের কর্মী। এদিকে করোনা সংক্রমণ আরও বিস্তৃতি লাভের আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। এরইমধ্যে দেশটির জলসীমায় পর্যটকবাহী বিভিন্ন প্রমোদতরী, বিশেষ করে বৃহৎ আকারের ক্রুজ শিপ প্রবেশ এবং নোঙ্গরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।