ডুমুরিয়ার চুকনগর এলাকায় একই রাতে ৪ ব্যবসা প্রতিষ্ঠান সহ তিন জায়গায় দূঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোর সে-িকেট মালামাল ও নগদ টাকা সহ সাড়ে ১৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার চুকনগর বাজারে এ চুরি সংঘঠিত হয়। খবর পেয়ে থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সন্দেহ ভাজন বাজার পাহারাদারদের মধ্যে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুকনগর বাজারের মুদি দোকান নিউ ভাই ভাই ষ্টোরের মালিক সঞ্জয় ঘোষের দোকান হতে নগদ টাকা মালামাল সহ ৫ লক্ষ, রিপন ষ্টোর হতে মালামাল ও নগদ টাকা সহ ৫ লক্ষ ৫ হাজার, রনজিত পাল ২ লক্ষ ও ইমান আলী জুতার দোকান থেকে ৭ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। জানা গেছে, শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী ব্যবসায়ীরা ব্যবসায়িক কাজ শেষ করে রাত ১১ টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায়। কিন্তু চোর দল গভীর রাতে দোকানঘরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর তারা ক্যাশ ড্রয়রের রক্ষিত ৩টি মুদি দোকান ও ১টি জুতার দোকান থেকে নগদ টাকা ও মালামাল সহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায় চোর দল। অপর দিকে একই রাতে চুকনগর এলাকার আটলিয়া গ্রাম থেকে মহাতাপ মোড়ল ও মুক্তার মাহমুদের বাড়ি থেকে ৩টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। অনুরূপ ভাবে বরাতিয়া গ্রামের পোদ্দার পাড়ায় যজ্ঞানুষ্ঠান থেকে ১টি মটর সাইকেল চুরি হয়েছে বলে জানা গেছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। ৪ ব্যবসা প্রতিষ্ঠান সহ মোট ৩ স্থল থেকে ১৫ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও চুকনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড. প্রতাপ রায় চুরির ঘটনা নিশ্চিত করে বলেন বিষয়টি আমি জানার পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহনাজ বেগমকে অবহিত করলে তাঁরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানা কর্মকর্তা ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঘটনার প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য বাজারের ৩ জন নৈশপ্রহরীকে থানায় আনা হয়েছে। ঘটনার ক্লু উদ্ঘটনে পুলিশি তৎপর এবং বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।