রংপুরে বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শিশু নিকেতন উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতায় রংপুর মহানগরসহ বিভাগের ৮ জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকপর্যায়ের চ্যাম্পিয়ন দলের ২৭০ জন প্রতিযোগিত অংশ নেয়। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে রংপুর ক্যান্টপাবলিক স্কুল এ- কলেজ ও উচ্চমাধ্যমিকপর্যায়ে দিনাজপুর সরকারী কলেজ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পায়। বিকেলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। এ সময় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।