শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে 'নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের সকল কর্মকর্তা, উদয়ন বালিকা বিদ্যালয়, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, দ্বারিকা পাল মহিলা কলেজ, বেসরকারি সংস্হা ব্রেকিং দ্য সাইলেন্স, সূচনা, আইডিয়া প্রকল্প, এমসিডা, ম্যাক বাংলাদেশ, এডাব, আলোয় আলো প্রকল্প, সনাক, টিআইবি, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন মহিলা সমিতি অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার ( ভূমি) মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, এমসিডা'র নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন প্রমুখ।