৮ই মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বণ্র্াঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা’র সভাপতিত্বে উপজেলা হলরূমে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান, গেস্ট অব অনার হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস শেফালী বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আবিদা সুলতানা,অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান,প্রেসক্লাব সভাপতি ফারুক আহামদ সরকার,মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।