ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যদেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমবায় কর্মকর্তা এফ,এম সেলিম আখতার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, এ্যাড, মামুনুর রহমান,ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল লতিফ মোড়ল,সদস্য গাজী মাসুম। বক্তব্যদেন বেসরকারি সমাজ উন্নয়ন সংস্হা দি হাঙ্গার প্রোজেক্ট কর্মকর্তা নাছিমা ইসলাম,সুশীলন এর কর্মকর্তা পলি খাতুন,হাসনা হেনা মহিলা সমিতির প্রতিনিধি পার্বতী ফৌজদার প্রমুখ।