ডুমুরিয়া উপজেলা পর্যায়ে দু'দিন ব্যাপি দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে উপজেলা চত্বরে আয়োজিত প্রতিযোগীতার সমাপনি ও পুরস্কার বিতরনী সভায় সভোতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ বেগম। দূর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় ' দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য' শীর্ষক বিতর্ক প্রতিযোগীতায় উপজেলার ৯২টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিচারক মন্ডলীর প্যানেল ডুমুরিয়া সদরের হাজিডাঙ্গা- খলশী একে মাধ্যমিক বিদ্যালয়কে প্রথম স্থান, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় স্থান লাভ করে। শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মদ'র সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী বৃন্দ।