ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত ৪ জন বিভিন্ন মামলার ও ২ জন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। এ সময় উপজেলার চাঁচড়া গ্রাম থেকে শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৯), আড়পাড়া ব্রীকফিল্ড থেকে সেকেন্দারের ছেলে নুর ইসলাম কটা (৩০), নিশ্চিন্তপুর গ্রামের জুব্বার গাজীর ছেলে আকতার গাজী (৩২), শিবনগর দাস পাড়ার পরিতোষ সরকারের ছেলে টুটুল (৩৫), মিঠাপুকুর গ্রামের শেখ সদর উদ্দীনের ছেলে এম এ খালেক (৩৪), হাসিলবাগ গ্রামের আয়ুব খানের স্ত্রী চিয়ারন বেগম (৩৬), বেথুলী গ্রামের সাহেব আলী ছেলে ইমরান (২০) ও সোনালীডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে পিকুল হোসেন (৩০) কে গ্রেফতার করে।
তিনি আরো জানান, এদের মধ্যে শরিফুল ইসলাম ও নুর ইসলাম কটা সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।