প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৮ মার্চ সকালে উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা থেকে বের হয়ে শহীদ স্মৃতিস্তম্ভ ঘুরে আমার উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, মহিলা অধিদপ্তরের কর্মকর্তাসহ অনেকে।