বাগেরহাটের চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত আনছার আলী খোকনের দোয়া অনুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা আনছার আলী খোকনের বাল্যবন্ধু ও শুভাকাঙ্খিদের উদ্যোগে চিতলমারী সবুজ সংঘ ক্লাব মিলনায়তেন এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা আব্দুর সবুর বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. অপূর্ব কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী খোকনের সহধর্মিনী হেলেনা খানম, জাসাস সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকও বাগেরহাট জেলা বিএনপিনেতা মঞ্জুর মোর্শেদ স্বপন, শেরে বাংলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোহসীন রেজা, শিক্ষক অসীম কুমার সাহা, শিক্ষক নিলু হাজরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সী প্রমুখ।