বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শ্রীমঙ্গল শহরের গুহ রোডে সংগঠনের কেন্দ্রিয় কার্যালয় প্রাঙ্গনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে অনু্ষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ওমেন্স কমিটির সভাপতি ফরিদা আকতার, সাধারন সম্পাদক সাকি রেজওয়ানা, সহ-সভাপতি লুৎফুন্নাহার বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক সহিদ হোসেন ইকবাল প্রমুখ।
বক্তব্য রাখেন এক্টিভ সিটিজেনস অব শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা ইশরাত নাহের ইরিনা, শুক্লা দাস ডলি, উষা রানী মান্না, ইয়াসমিন খান ইতি প্রমুখ।