আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৯মার্চ। এখানে কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন আলহাজ¦ নাজিমুল ইসলাম মজুমদার। কিন্তু শেষ পর্যন্ত তিনি দলের বিদ্রোহী প্রার্থী হিসেবেই ভোটের মাঠে থাকলেন। নগরীর ২৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৃণমুলে দলের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই প্রার্থীকে ইতোমধ্যে দলীয় একাধিক বৈঠকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। তবে তিনি তাতে সাড়া দেননি। তাঁর সীদ্ধান্তেই অনড় রয়েছেন। কারণ; তাঁর অনুগতদের মতে, নাজিমুল ইসলাম মজুমদার এবার সবাইকে চমক দেখিয়ে জয়ের মালা পরবেন।
একাধিক সূত্র জানায়, নাজিমুল ইসলাম মজুমদার নগরীর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আন্তরিকভাবে। দল এবং দলের বাইরে তাঁর একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে তিনি এবার কাউন্সিলর পদে জয়লাভ করবেন বলে ভোটাররা জানিয়েছেন। তাছাড়া একই ওয়ার্ডে দলীয় মনোনয়ন পাওয়া মোহাম্মদ হোসেন বিগত সময়ে কাউন্সিলর পদে থাকাকালীন দলের প্রভাব খাঁটিয়ে মানুষজনকে হয়রানি করার অভিযোগ রয়েছে। প্রয়োজনে নাগরিকরা তাঁকে ফোন দিয়েও সাক্ষাত করতে পারতেন না। ব্যস্ততার অজুহাত দেখিয়েছেন অনেক। আবার বিএনপির প্রার্থী আবুল হাশেমকে নিয়েও দলের মধ্যে গ্রুপিং চলছে। বিএনপির একটা পক্ষ হাশেমের বিপক্ষে কাজ করছেন। এক্ষেত্রে নাজিমুল ইসলাম মজুমদার অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। কারণ; তাঁকে নিয়ে ভোটারদের বৃহৎ অংশটি আশাবাদী। বিগত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাজিমুল ইসলাম মজুমদার।
তখন দলীয় একটি পক্ষ তাঁকে সমর্থন দেননি। এবার দলের বাইরেরও অনেক ভোটার তাঁকে জয়যুক্ত করার জন্য সচেষ্ট রয়েছেন। তাছাড়া এলাকার নানা পেশার মানুষের সাথে তাঁর সুসম্পর্ক তৈরী হয়েছে বিগত সময়ে। ভোটারদের আস্থা অর্জনেও তিনি সফল হয়েছেন। নাজিমুল ইসলাম মজুমদার এলাকায় একজন প্রতিবাদী নেতা হিসেবে পরিচিত। বিগত তিন যুগ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি। ভোটাররা জানায়, হালিশহর বি-ব্লকে নিজের ব্যবসার টাকা মানুষের কল্যাণে ব্যয় করেছেন তিনি। গরীব মেয়েদের বিয়ে, যুবকদের বিদেশ যাত্রা, চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া, কিংবা চাকুরীতে যোগদানের সময় সর্বাত্মক তিনি সহযোগিতা করেন। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক সংগঠনেও আর্থিক অনুদান দিয়ে থাকেন তিনি। মানুষের সাথে ব্যবহারেও তাঁর কোনো অহংকার নেই। নিজ দলীয় নেতা-কর্মীদের মন উজাড় করে ভালবাসেন। অনেক ব্যস্ত থাকার পরেও সময় দেন দলের জন্য। মানুষের যে কোনো বিপদে ছুটে যান তিনি। নাজিমুল ইসলাম মজুমদার চট্টগ্রামে বহু সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের সাথে সক্রিয়ভাবে জড়িত। কখনো তিনি কারও ওপর জুলুম করেননি। লোভ-হিংসাও নেই। কিন্তু মানুষকে হৃদয় দিয়ে বরাবরেই ভালবাসেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাজিমুল ইসলাম মজুমদার।
তিনি ২৬নং ওয়ার্ডে মাদক, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধে অতীতে ব্যাপক কাজ করছেন। এজন্য তাঁর সুখ্যাতিও বেড়েছে। তিনি মাননীয় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য অনেক পূর্ব থেকেই রাজনৈতিক মাঠে কাজ করছেন। এজন্য অনেক ত্যাগ শিকার করতে হয়েছে তাঁকে। চট্টগ্রাম মহানগর এবং ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের বেশির ভাগ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে তাঁর ঘনিষ্ঠ পরিচয় রয়েছে। শুধু মানুষের সেবার করার জন্যই তাঁর এগিয়ে চলা। রোববার সকালে নাজিমুল ইসলাম মজুমদার শীর্ষ অনলাইন নিউজ এজেন্সি এফএনএসকে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, দলের পদ ব্যবহার করে যারা দুর্নীতি করেন; তারা কখনো জনগণের বন্ধু হতে পারেন না। আমি সন্ত্রাস ও দুর্নীতিকে বরাবরেই ঘৃণা করেন। এজন্য মানুষও আমাকে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খুব ভালবাসেন। নিজের উন্নয়ন নয়; জনগণের উন্নয়ন করার পরিকল্পনা নিয়ে নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবো। কাউন্সিলর নির্বাচিত হলে অধিকার বঞ্চিত এবং অভাবী মানুষগুলোর শান্তির জন্য সব ধরণের চেষ্টা এবং সহযোগিতা চালিয়ে যাবো। নিরীহ কোনো মানুষের ওপর অত্যাচার চালাবোনা। আশাকরি সুষ্ঠু ভোট গ্রহণ হবে। সকল ভোটারবৃন্দ ভোট কেন্দ্রে দলে দলে আসবেন। আমি ইনশাআল্লাহ কেন্দ্রে থাকবো। পরিশেষে সকল ভোটারবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসীর কাছে দোয়া চাই।