‘প্রজন্ম হোক সমতার, সব নারীর অধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজন রোববার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে কালাই-বগুড়া মহাসড়কে প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোসাঃ লায়লা নাসরীন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দিল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ সাবানা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসাঃ রেবেকা সিদ্দকা, উপজেলা খাদ্য পরিদর্শক মোছাঃ মাহফুজ শারমিন বিথী, উপজেলা সমাজসেবে কর্মকর্তা মো. মিজানুর রহমান পলাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম রওশন আলম, কালাই পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মোছা. রত্না রশীদ প্রমুখ।
এ সময় নারী-বক্তারা বলেছেন, বাংলাদেশের আনাচে-কানাচে প্রায় সময় নারীরা খুন, ধর্ষণ, অপহরণ, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন, ঐসব নারীদের জন্য নারী দিবস কোনো বার্তা বয়ে আনতে পারছেনা। এদেশে এখনো অনেক জায়গায় জন্মের আগেই কন্যাশিশুর ভ্রƒণ হত্যা করা হচ্ছে। মেয়ে জন্ম দেওয়ার পর মাকে তালাক দেওয়ার ঘটনাও ঘটছে। এমনকি কন্যাশিশুকে মেরে ফেলাও হচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
উল্লেখ্যঃ- ১৮৫৭ সালের ৮মার্চ মজুরি-বৈষম্য, কর্ম-ঘণ্টা নির্ধারণ ও কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারীরা। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর দমন-পীড়ন চালায় মালিক পক্ষরা। নানা ঘটনার পর ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি নারী দিবস হিসেবে পালন করছে নারীরা।