গত ০৭ মার্চ, ২০২০ তারিখ আনুমানিক ২:৩০ ঘটিকার সময় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার সাইফুর রহমান এর নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে ০৩ ছিনতাইকারীকে আটক করা হয়। ধৃত আসামীদের নাম ১। মোঃ রিপন (২১), পিতা- মৃত মোঃ জিটন, থানা- সরাইল, জেলা- বি-বাড়ীয়া, বর্তমান সাং- মৃধবাড়ি, থানা- যাত্রাবাড়ী, ঢাকা, ২। মোঃ জসিম মিজি (৩২) পিতা- মৃত আফসার উদ্দিন মিঝি, থানা- মুন্সিগঞ্জসদর, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং- মৃধাবাড়ীডি, থানা- যাত্রাবাড়ী, ঢাকা, ৩। মোঃ তানবির (২৫) পিতা- মৃত মালেক মিয়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারয়ণগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩ টি চাকু, ০৬ টি ব্লেড ও ০৫ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি করে আসছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।