চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডে গত শনিবার দিবাগত রাতে ভিটা বাড়ির সীমানার বিরোধের জের ধরে গোয়াল ঘর ভাংচুর করেছে দুর্বৃত্তরা। জানা যায়,হারালা এলাকার মুজিবুর রহমানের সাথে পার্শ্ববতী রফিকুল ইসলামদের সাথে ভিটার বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল। ওই দিন রাতের আধাঁরে কে বা কারা মুজিবুর রহমানের গোয়াল ঘর ভাংচুর করে। এ ঘটনায় মুজিবুর রহমান বাদি হয়ে ৩জনকে আসামি করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। সেকেন্ড কর্মকর্তা মোজাম্মেল হক বলেন অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।