ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এদূর্ঘটনায় নিহত হন মোট ১৭ জন। তার মধ্যে আজ ৮ মার্চ রোববার ১৩ জনকে এসব অর্থ প্রদান করেন মন্ত্রী। চার জন উপস্থিত না থাকায় তাঁদের চেক জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেয়ার কথা জানান তিনি। যাদের চেক দেয়া হয়েছে তারা হলেন, আজমত উল্লাহ, তেঘরিয়া, হবিগঞ্জ সদর, ছিসতিয়া আক্তার পিতা,হাসান আলী, আলমগীর আলম, মোসাঃ ফুল বানু, আবদুল হাসেম এবং সোহেল মিয়া তাঁরা সকলেই হবিগঞ্জ জেলার বাসিন্দা। হবিগঞ্জ চাঁদপুরের হলেন, ইয়াছিন, একই গ্রামের আরেকজনের নামও ইয়াছিন, মো.বিল্লাল বেপারির পক্ষে চেক গ্রহন করেন তাঁর স্ত্রী মিসেস বিল্লাল বেপারি এবং মো.জাহাঙ্গীর মাল হাইমচর উপজেলা, চাঁদপুর জেলা। নোয়াখালী জেলার সাথী রাণী দাস চেক গ্রহন করেন। অর্থ প্রদান শেষে মন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ নভেম্বর ট্রেন ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১৭ জন মৃত্যুর বরণ করেন এবং আহত হয় ৫৪। আহতদের প্রায় ১ মাস সরকার
বিনামূল্যে চিকিৎসা করেছে। ট্রেন পরিচালনায় কর্মকর্তাদের ভুলের কারণে যে সব এদূর্ঘটনা ঘটে সেগুলো সরকার দায়িত্ব বহন করছে। রেল ক্রসিং স্থাপন করা হয় জনগণের নিরাপত্তার দেয়ার জন্য। রেল ভাড়িবাহন বলে দায়িত্বও তেমন বড়। তিনি জানান, এদূর্ঘটনায় সরকার তাৎক্ষণিক নিহত বা আহত পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছিল।
এঘটনায় আহতদের চিকিৎসা বাবদ প্রায় ১৬ থেকে ১৭ লাখ টাকা ব্যয় করা হয়। মন্ত্রী বলেন, নিহতের পক্ষে যারা আসতে পারেননি তাদের স্বস্ব জেলা প্রশাসকের কাছে চেক পাঠিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, গত বছর ১২ নভেম্বর কসবা উপজেলার মন্দবাগ এলাকায় এট্রেন দূর্ঘটনা সংঘটিত হয়। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মোট ১৭ জন নিহত হয়। ঘটনাস্থলে ১০ এবং হাসপাতালে নেয়ার পর আরও ৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ৫৪ জন। ঘটনাটি রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের লুপলাইনের মুখে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
তূর্ণা নিশীথা বিরতিহীন ট্রেন। মন্দবাগে দুই ট্রেনের ক্রসিংয়ের সময় সিগন্যাল পেয়ে উদয়ন মেইন লাইন থেকে লুপ লাইনে প্রবেশ করেছিল। ট্রেনের নয়টি বগি লুপ লাইনে চলে যাওয়ার পর দশম বগিতে আঘাত করে তূর্ণা নিশীথা। অথচ তূর্ণাকে সিগন্যাল দেয়া হয়েছিল।
তূর্ণা নিশীথার চালক (লোকোমাস্টার) তাসের উদ্দিন ও সহকারী অপু-দে অটো ব্রেকে ইট দিয়ে ঘুমিয়ে পড়ার কারণে ব্রাক্ষণবাড়িয়ার কসবায় উদয়ন এক্সপ্রেস ও তূর্ণার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের এমন গাফিলতির কারণে রেলওয়ের স্মরণকালের ভয়াবহ এ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়।