দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের তাৎপর্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ অমরেশ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক দুলাল রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, কণিকা বৈরাগী, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী, ,পৌর প্যানেল মেয়র আবদুল গফুর সানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জি এম রেজা, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শুভংকর রায়, বিজয় লক্ষ্মী সাহা, উপজেলা সেচ্ছাসেবকলীগনেতা কুমারেশ বিশ্বাস, নাসিমা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবনেতা রতন কুমার মন্ডল, মোঃ জাহিদুর রহমান মিল্টন, বিপ্লব সাহা, পৌর যুবলীগনেতা মোঃ আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আজগর হোসেন বাপ্পি, গোবিন্দ রায, আজিজুর শেখ, রাজু বাছাড়, চালনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, অমিত বিশ্বাস, অমৃত গাইন, নারায়ন মন্ডল, স্পনীল মন্ডল প্রমুখ।