রাজশাহীর পদ্মায় বরযাত্রীসহ নৌকা ডুবির ঘটনায় চারঘাটে শাহরিয়ার খালের মোহনায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) চারঘাট বিকল্প ক্যাম্পের সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে টহলরত বিজিবির সদস্যরা লাশ উদ্ধার করে। উদ্ধার মরদেহের পরণে লাল রংয়ের ম্যাক্সি ও কালো বোরখা ছিল বলে নিশ্চিত করেছেন চারঘাট বিকল্প ক্যাম্পের নায়েব সুবেদার শওকত আলী।
নায়েব সুবেদার শওকত আলী জানান, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে হাবিলদার খোরশেদ আলমের নেতৃত্বে একটি টহলদল পদ্মা নদীর শাহরিয়ার খালের কাছে একটি লাশ ভাসতে দেখতে পায়। পরে চারঘাট মডেল থানা পুলিশসহ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশের শরীরে লাল রংয়ের ম্যাক্সি ও কালো বোরখা পরণে ছিল। ধারনা করা হচ্ছে উদ্ধার হওয়া লাশটি পদ্মায় বরযাত্রীসহ নৌকা ডুবির ঘটনায় নিখোজ নারীর লাশ।
এদিকে খবর পেয়ে রাজশাহী থেকে আসা স্বজনরা জানান, উদ্ধার হওয়া নারীর নাম মনি বেগম (৩০)। তার স্বামীর নাম শামিম আহম্মেদ। তিনি কনের ফপু বলে তারা সনাক্ত করেছেন নিহতের দাদা শ্বশুর আবদুস সামাদ।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুন্ডু বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লাশটি নৌকা ডুবির ঘটনায় নিখোজ নারীর লাশ। এ ঘটনায় নিহতের সংখ্যা দাড়ালো ২। ফলে এখনো কনেসহ নিখোজ রয়েছেন ৭ জন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।