রাজশাহীর পুঠিয়ায় সরকারি নিয়মনীতি তুয়াকা না করে ব্যাঙের ছাতার মতো ২০টি প্যাথলজি গড়ে উঠেছে। বেশিরভাগ প্যাথলজিতে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পাশকৃত অভিজ্ঞ কোনো টেকনোলজিস্ট নেই। প্যাথলজিগুলি থেকে ভুয়া পরীক্ষা-নীরিক্ষার রির্পোট দেয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, পুঠিয়ায় ৫০ শয্যা হাসপাতালটিকে কেন্দ্র করে উপজেলায় ২০টি প্যাথলজি গড়ে উঠেছে। হাসপাতাল এলাকা এ ছাড়া বানেশ্বরহাট, ঝলমলিয়াহাট, ধোপাপাড়া বাজারসহ একধিক এলাকায় প্যাথলজি দেখা যাচ্ছে। সদরের দুইএকটি প্যাথলজির পরীক্ষা-নীরিক্ষার লাইসেন্স আছে বলে শুনা যাচ্ছে। আবার দুইএকটি পরীক্ষা-নীরিক্ষার লাইসেন্স নিয়ে বসগুলি পরীক্ষা-নীরিক্ষা করতে দেখা যাচ্ছে। বাঁিক প্যাথলজিগুলির কোনো বৈধ লাইসেন্সস নেই। উপজেলায় ১২টি ক্লিনিক রয়েছে। সবকটি ক্লিনিকের আবার প্যাথলজির শাখা খোলা আছে। প্যাথলজিগুলিতে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পাশকৃত কোনো টেকনোলজিস্ট দেখা যায় না। চিকিৎসকের কাছে রোগী আসলেই, অনেকগুলি পরীক্ষা-নীরিক্ষা করার কথা বলা হচ্ছে। কারণ,পরীক্ষা-নীরিক্ষা করা হলেই, চিকিৎসক প্যাথলজিগুলির কাছ থেকে একটি কমিশন পেয়ে যাবেন। প্যাথলজির সুন্দরী আয়ারা হাসপাতাল চালু থাকলে। রোগীদের টানাহ্যাচরা করে প্যাথলজিতে আনতে দেখা যায়। পুঠিয়া সদরের এক শিশু চিকিৎসক তার নিজ চেম্বারের পাশে প্যাথলজি খুলে রেখেছেন। গ্রামের সাধারণ মানুষদের তিনি বৌকা বানিয়ে তার চিকিৎসা করা ফি এবং প্যাথলজি ফি আলাদা ভাবে নিচ্ছেন। সিভিল সার্জন অফিস থেকে অভিযানে আসার আগেই প্যাথলজিগুলি জানিয়ে দেয়া হয়। তখন তারা প্যাথলজিগুলি বন্ধ রাখা হয়। এলাকাবাসীদের অভিমত, মানুষের রোগ হলে, মানুষ অসহায় হয়ে পড়েন, আর এই সুযোগটি ক্লিনিক, প্যাথলজি, চিকিৎসকরা কাজে লাগায়ে ফাইদা লুটছে। পুঠিয়ায় বেশ কিছু মানুষের একসময় কিছুই ছিল না। তারা শুধু প্যাথলজির ব্যবসা করে কোটিপতি হয়েছেন। দেখা গেছে, পুঠিয়ার কোনো পরীক্ষা-নীরিক্ষা রির্পোট, রাজশাহী জেলা সদরের কোনো চিকিৎসকের কাছে নিয়ে গেলে, সেগুলি বাতিল করে পূর্ণরায় নতুন করে পরীক্ষা-নীরিক্ষা করতে বলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা বলেন, শুধুমাত্র জেলা সিভিল সার্জন অফিসের সঙ্গে সমঝতা করে প্যাথলজিগুলি চলছে। প্যাথলজিগুলি থেকে ভুয়া পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট দেয়ার একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষগুলির অভিযোগ শুনার কোনো ব্যক্তি কিংবা সরকারি কোনো সংস্থা নেই। বরং প্যাথলজির মালিকের টাকার প্রভাবে কেউ প্রতিবাধ করে লাভ হয় না। এজন্য উপজেলা জুড়ে যত্রতত্র ভাবে প্যাথলজিক গড়ে উঠার শাহস পাচ্ছে। এদের বেশীর ভাগ প্যাথলজিতে অভিজ্ঞ কোনো টেকনোলজিস্ট নেই। এরা বিভিন্ন অভিজ্ঞ পরীক্ষকদের ভুয়া সীল ব্যবহার করে রোগীদের রোগ নির্ণয়ের রির্পোট দিচ্ছেন।
এ ব্যাপারে রাজাশাহী বিভাগীয় প্রধান, পরিচালক ডা গোপেন্দ্রনাথ আচার্যের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।