ইন্দুরকানীতে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার দিন ব্যাপি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরসাঈদখালী বাতিঘর প্রাকÑপ্রাথমিক শিক্ষা কেন্দ্র ও রুপসী বাংলা উন্নয়ন সংস্থার এর উদ্যোগে ও হেবিট্যাট ডেভলমেন্ট ট্রাস্ট (ঐউঞ) আর্থিক সহায়তায়এ অনুষ্ঠান করা হয়। এতে রুপাসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অস্ট্রোলিয়া প্রবাসি মোসাঃ মমতাজ বেগম,অতিথি হিসেবে ছিলেন, মোঃ মাহবুবুল হক বিশিষ্ট সমাজসেবক,মোঃ ইয়াকুব আলী, ইউপি সদস্য,৩নং বালিপাড়া, হেবিট্যাট ডেভলমেন্ট ট্রাস্টের পরিচালক মোঃ মেহেদী হাসান, সাংবাদিক মোঃ আলতাফ হোসেন, কে.এম শামীম রেজা, মোঃ রাজু শিকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিতদের স্কুল ব্যাগ বিতরণ,মধ্যাহৃভোজ ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।