ঝিনাইদহ কালীগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় অভিযান চালিয়ে ১১ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ২ টি ককটেল ও দেশীয় অস্ত্র।
আটককৃতরা হচ্ছে, ষাটবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহাবুদ্দীন ওরফে সাদ্দাম (৩০), মহেশ্বরচাঁন্দা গ্রামের আবদুল গফুরের ছেলে সোহাগ হোসেন (২২), কমলাপুর গ্রামের লিটন শেখের ছেলে আল আমিন হোসেন (২২), মাগুরা গ্রামের বাবলুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (১৮), একই গ্রামের আবদুল করিমের ছেলে ইব্রাহীম হোসেন (১৮) ও মৃত কবি বাবর আলীর হুসাইন ওয়াইস কুরানী (১৮), হাসিলবাগ গ্রামের আলী হোসেনের ছেলে আহসান হাবিব (২৩), দামোদরপুর গ্রামের হোসেন আলীর ছেলে হাবিবুল্লাহ (২০) একই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে এনামূল ইসলাম ওরফে ইমন (১৮), পান্তাডাঙ্গা গ্রামের নাজসুস সাদাত নাজমুস সালেহীন (২০) ও ঘোপপাড়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে বায়েজীদ বোস্তামী (১৮)। বিভিন্ন গ্রামের শিবিরের নেতাকর্মীরা নাশকতার ঘটনা ঘটানোর জন্য তারা গোপন বৈঠক করছিল। অবশ্য পুলিশের হাতে ১১ জন আটক হলেও অনেকে পালিয়ে যায়। পুলিশ বলছে পালিয়ে যাওয়া শিবিরের নেতা কর্মীরা যেখানেই পালিয়ে থাক তাদের কে অবশ্য গ্রেফতার করা হবে। কোন ভাবেই তারা নাশকতার ঘটনা ঘটাতে পারবে না। আবার জামাত নেতা আফসার উদ্দিন কে ও আটক করতে পারেনি।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, কালীগঞ্জের বেথুলী গ্রামের এক জামাত নেতা আফসার উদ্দিনের বাড়ীর উঠানে বসে শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। পরে সেখান থেকে ২টি ককটেল, দেশীয় তৈরি অস্ত্র, ৪টি লোহার রড, ২টি ছোরাসহ লিফলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।