রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং কৃতী শিক্ষার্থীদের সারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: লায়েব উদ্দিন লাভলু। আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, আ.লীগ নেতা মাসুদ রানা তিলু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, রহমতুল্লা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়সহ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন কৃতী শিক্ষার্থীর হাতে উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণসহ তাঁর আত্মজীবনী তুলে ধরে মুল্যবান বক্তব্য উপস্থাপন করেন। অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তাঁর একটি কবিতা আবৃত্তি করে দর্শকদের মাতিয়ে তুলেন।