ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেন দুর্ঘটনার নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করবেন রেলপথ মন্ত্রণালয়। আগামী ৮মার্চ রেলভবনে নিহতের পরিবারকে এসব চেক প্রদান করবেন রেলপথ মন্ত্রী মো, নূরুল ইসলাম সুজন। গত বছর কসবা উপজেলার মন্দবাগ এলাকায় এট্রেন দূর্ঘটনা সংঘটিত হয়।
দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মোট ১৬ জন নিহত হয়। ঘটনাস্থলে ১০ এবং হাসপাতালে নেয়ার পর আরো ৬ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ৭৪ জন। ঘটনাটি রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের লুপলাইনের মুখে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
তূর্ণা নিশীথা বিরতিহীন ট্রেন। মন্দবাগে দুই ট্রেনের ক্রসিংয়ের সময় সিগন্যাল পেয়ে উদয়ন মেইন লাইন থেকে লুপ লাইনে প্রবেশ করেছিল। ট্রেনের নয়টি বগি লুপ লাইনে চলে যাওয়ার পর দশম বগিতে আঘাত করে তূর্ণা নিশীথা। অথচ তূর্ণাকে সিগন্যাল দেয়া হয়েছিল।
তূর্ণা নিশীথার চালক (লোকোমাস্টার) তাসের উদ্দিন ও সহকারী অপু-দে অটো ব্রেকে ইট দিয়ে ঘুমিয়ে পড়ার কারণে ব্রাক্ষণবাড়িয়ার কসবায় উদয়ন এক্সপ্রেস ও তূর্ণার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের এমন গাফিলতির কারণে রেলওয়ের স্মরণকালের ভয়াবহ এ দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়।