রাজশাহীর তানোর উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চে ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা প্রশাসনের ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রায় উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাগণ মিলিত হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়। এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন প্রদর্শিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সঞ্চলনায় বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর সরকারি আবদুল করিম সরকার ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান মিয়া, তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওহাব, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও তানোর বিএমডিএর সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ। পরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ইউএনওর উপস্থাপনায় বিচারকের আসনে ছিলেন- উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার। এ সময় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপস্থাপক ও চেয়ারম্যান।