রাজশাহীর বাঘায় আফাজুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকায় আভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
বাঘা থানা পুলিশের একটি সূত্র জানায়, শনিবার সকাল ১০টার সময় বাঘার সীমান্তবর্তী এলাকা আলাইপুর থেকে ১৫ বোতল ফেন্সিডিল নিয়ে বাঘা বাস টার্মিনাল এলাকায় আসছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপ-সহকারি পুলিশ পরিদর্শক মাসুদ ইকবাল তাকে আটক করে। আটককৃত আফাজুল ইসলাম উপজেলার পারসাওতা বিনোদপুর গ্রামের মকছেদ আলীর ছেলে।
এ বিষয়ে বাঘা থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করে আসামি আফাজুল ইসলামকে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।