নোয়াখালী সদর উপজেলায় ৩ দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৭ই মার্চ শনিবার সকালে সদর উপজেলা হল রুমে এ কোর্সের উদ্বোধন করা হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান একে.এম শামছুদ্দিন জেহান। এ সময় নোয়াখালী সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগন উপস্থিত ছিলেন।
এই ৩ দিনব্যাপী (৭ই মার্চ-৯মার্চ ২০২০) কোর্সের বাস্তবায়ন করবে নোয়াখালী সদর উপজেলা প্রশাসন।