১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে পাকিস্তানী দস্যুদের কামান-বন্দুক-মেশিনগানের হুমকির মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই দিন বজ্রকণ্ঠে ঘোষণা করেনÑ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী। এ সময় ৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন ও দিবসটির তাৎপর্যের উপর গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাপাহার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।