রাজশাহীর গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সামনে বিদ্যুৎতের নতুন লাইনের মেইন তার ছিড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ হতাহতের শিকার না হলেও বড় দূর্ঘটনার হাত হতে রক্ষা হয়েছে।
জানাযায়, শুক্রবার রাত ১০ টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো। এই সময় গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও পেট্রোলপাম্প এর সামনে নতুন লাইনের সংযোগ বিকট শব্দে ছিড়ে জিয়া তারে আগুন লেগে যায়। এতে দাওদাও করে আগুন জ্বলতে থাকে। একপর্যায়ে আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে পড়লে পাশেই ফায়ার সার্ভিসের দমকল বাহিনি এসে আগুন নিয়ন্ত্রণ করে পরে গোদাগাড়ী বিদ্যুৎ অফিস লাইন বন্ধ করে দেয়।
স্থানীয়দের অভিযোগ, আজই নতুন লাইন লাগিয়েছে নেসকোর কর্মীরা। তারা ভালভাবে কাজ নস করার ফলে এই ঘটনা ঘটলো। অন্যান্য রাতে এই রাস্তায় যানবাহন দাঁড়ানো থাকে আজ ফাঁকা ছিলো কিন্তু যানবাহন থাকলে বা রাস্তার পাশের দোকানের টিনে তার ছিড়ে পড়লে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতো।
রাজশাহী - চাঁপাইনবাবগঞ্জের মহাসড়কে এই ঘটনা ঘটনা কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী অভিযোগ জানাই এই দুর্ঘটনার খবর জানাতে বিদ্যুৎ অফিসের টেলিফোনে নম্বরে যোগাযোগ করলে সব সময় বিজি দেখায়। তারা ইচ্ছাকৃত ভাবে টেলিফোনের রিসিভার উঠিয়ে রেখে দেয় বলে জানান। শুধু এই ঘটনা নয় প্রায় সময় তারা এই কাজটি করে।
গোদাগাড়ী বিদ্যুৎ এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল হোসেন মন্ডলের সঙে যোগাযোগ করা হলে তিনি বলেন, নতুন লাইনের পিন সংযোগ ছিড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে সব কিছু দেখে ঠিকঠাক করবে। আর টেলিফোনের বিষয়ে বলেন, টেলিফোনে কিছু সমস্যা আছে তার জন্য বিজি দেখায় তবে তিনি বিদ্যুৎ অফিসের মোবাইলে কল করে সব কিছু জানাতে বলেছেন।