রাজশাহী পুঠিয়ায় বেলপুকুরে ঋণের বোঝা বইতে না পেরে ট্রেনে ঝাঁপ দিয়ে বাবু (৪০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। নিহত বাবু উপজেলার বানেশ্বর বালিয়াঘাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে। শুক্রবার ভোরের যে কোনো সময়ে বেলপুকুর রেলগেট এলাকায় ট্রেনে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করতে পারে ধারণা করছে। সকালে এলাকাবাসী নিহত বাবুর দিখন্ডিত মৃত দেহ দেখতে পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ জিআরপি পুলিশকে খবর দিলে জিআরপি থাানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত বাবু বানেশ্বর বাজারের টাইলসের ব্যবসা ছিল। এছাড়াও সে পিয়ারা বাগানের ব্যবসা করত। ব্যবসায়ীক কারণে নিহত বাবু বিভিন্ন ব্যাংক ও এনজিও এবং সুদে মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা ঋণ নেয়। বর্তমানে তার ব্যবসায় মন্দাভাব চলছিল। একারণে ঋণের বোঝা বইতে না পেয়ে আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারনা করছে। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত বাবু কাগজে মৃত্যু কারণ উল্লেখ করে গিয়েছেন। কাদের জন্য সে আত্মহত্যা করেছে তাদের নামের তালিকা উল্লেখ করেছেন। কিন্তু থানা পুলিশ নামের তালিকা প্রকাশ করছে না। ইতোমধ্যে থানা পুলিশ গোপনে চিরকুটের নাম ধরে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বেলপুকুর থানার কর্মকর্তা ইনচার্জ আলমগীর হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে জিআরপি ঈশ্বরদী থানায় ইউডি মামলা হয়েছে।