কালিগঞ্জে বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে মহানন্দ ঢালী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি গ্রামে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত মহানন্দ ঢালী বাগবাটি গ্রামের গুরুপদ চন্দ্র ঢালীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মহানন্দ ঢালী বাড়ির পাশর্^বর্তী ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটরে জল উঠানোর জন্য সুইচ দিতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম মহানন্দ ঢালীকে পৌনে ১১ টার দিকে মৃত ঘোষণা করেন। কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।