খুলনার কয়রায় সুন্দরবনের গোলখালীতে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেছেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ও বাংলাদেশ সরকারে বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রালয়ের সিনিয়র সচিব মোঃ মুহিবুল হক। শুক্রবার সকাল ১১ টায় কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের গোলখালীর শিংয়ের চ্রসহ সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, গোলখালীর সিংয়ের চরে পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে ৩ টি নদীর মোহনা এবং ৩ দিকে গভীর সুন্দরবন থাকায় পর্যটকদের আকর্ষণ করবে। তিনি আরও বলেন, গোলখালী হবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র এবং বিভাগীয় শহর থেকে সরাসরি গাড়ী ও লঞ্চে করে এখানে আসা-যাওয়া করতে পারবে পর্যটকরা এবং এখানে অত্যন্ত প্রশস্ত নদী থাকায় সেখানে সী প্লেন উঠা-নামা করতে পারবে। যে কারণে তিনি কয়রার অবহেলিত ও লোনা পানির মানুষগুলোকে উন্নয়নের দারপ্রান্তে পৌছে দিতে গোলখালীতে পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চ মহলে চেষ্ঠা করেছেন। যত সম্ভব অতি তাড়াতাড়ি সময়েন মধ্যে এটি বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সহকারী কমিশনার(ভুমি) মোঃ নুর-ই আলম সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা,জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী, আব্দুল্লাহ আল মামুন লাভলু,প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।