ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুয়া খেলাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর বাজারে বৃহস্পতিবার রাতে মোবাইলে জুয়া খেলছিলেন মহাব্বত মিয়া, সেন্টু মিয়া ও তাজুল ইসলাম মিয়া। ওই সময় মেরাতুলি গ্রামের ছন্দু মিয়ার ছেলে মাছ বিক্রেতা হেকিম মিয়া তাদের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময়ে প্রতিপক্ষের হামলায় হেকিম মিয়া (৬০)গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আহত হেকিম মিয়ার মৃত্যু হয়। হেকিম মিয়ার মুত্যুর খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে নবীনগর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হেকিম মিয়ার মুত্যু হয়েছে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। লাশ উদ্ধার করে শুক্রবার জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।