নওগাঁর রাণীনগরে এক রাতে দু’টি চার্জার টমটম গাড়ী ও একটি একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল উত্তর পাড়া গ্রামে ঘরের তালা কেটে এই চুরি করে নিয়ে যায় চোরেরা।
গাড়ীর মালিক গোলাম মোস্তফার ছেলে আবু বক্কর জানান, প্রতিদিনের মতো টমটম গাড়ী বাড়ীর মধ্যে একটি ঘরে তুলে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরি। ভোরে ঘুম থেকে উঠে দেখি দরজার তালা কেটে চোরেরা লক্ষাধীক টাকা মূল্যের টমটম গাড়ীটি চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া পার্শ্ববতি বাড়ীর মুনছুর রহমানের ঘরের দরজা খুলে তার একটি টমটম গাড়ী এবং একটি মোবাইল ফোন কচুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে রাণীনগর থানাপুলিশ।